• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সেপ্টেম্বরের ১৮ দিনে মেট্রোরেল থেকে বিপুল টাকা আয়

প্রকাশিত: ১৬:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৫, ২২ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সেপ্টেম্বরের ১৮ দিনে মেট্রোরেল থেকে বিপুল টাকা আয়

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৮ দিনে মেট্রোরেল কর্তৃপক্ষের আয় করেছে ২০ কোটি ৬৭ লাখ তিন হাজার ৫৯১ টাকা। এই সময়ে আধুনিক এই পরিবহনে ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী ভ্রমণ করেছেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এতে আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ তিন হাজার ৫৯১ টাকা। এর মধ্যে দুই শুক্রবার বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ ছিল। এতে এক কোটি টাকা লোকসান হয়েছে। তিনি বলেন, বুধবার আমাদের আয় হয়েছে মাত্র ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা। গড়ে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করেন বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, গত ১২ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করে মেট্রোরেলে। এ দিন তিন লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী যাতায়াত করেছেন। সেদিন সর্বোচ্চ আয় হয়েছে এক কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2