• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেই হবে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার: আইন উপদেষ্টা

প্রকাশিত: ১৫:৩৪, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৩৫, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেই হবে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহীদ আবু সাঈদের শাহাদত বার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আপনারা জানেন, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরেও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা সেই শেখ হাসিনার আমলের বিচার করতে আসিনি। আমরা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি বিচার করতে চাই। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, এই অন্তবর্তীকালীন সরকারের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখে যাবেন।

আবু সাঈদ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আবু সাঈদের মৃত্যুর ঘটনা ১৬ তারিখে দেখিনি। পরের দিন ১৭ জুলাই বিকালে দেখেছি। যে ছেলে এভাবে মরতে পারে একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিলো, আমাদের আর ভয় পাওয়ার অধিকার নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিলো। গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহু ভাবে মারা যায়। কিন্তু তার মতো এভাবে কেউ মারা যায়নি। এটা জেনে শতশত তরুণ আত্মত্যাগ করেছে। আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে।

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, রংপুর অবহেলিত হলেও মানুষগুলো সহজ-সরল। সারাদেশে সুষম উন্নয়ন সাংবিধানিক অধিকার। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। নীলফামারীতে একটি বিশেষায়িত হাসপাতাল ঘিরে সর্বাধুনিক হেলথ সিটি গঠনের পরিকল্পনা আছে প্রধান উপদেষ্টার। যেন সিঙ্গাপুর না গিয়ে মানুষ যেনো রংপুর যায়। পাশাপাশি লালমনিরহাটে বিমান বন্দর সর্বাধুনিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সন্তানরা আমাদের চিরঋণী করে গেছে। আমরা সেটা সবসময় মনে করি।

জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী।

এসময় বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন জুলাই আন্দোলনে বিভিন্ন এলাকায় শহীদ রংপুর জেলার ২২ পরিবারের সদস্যরা।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2