• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

এনবিআরের সাবেক চেয়ার‍ম্যান নজিবুর রহমান গ্রেফতার

প্রকাশিত: ১০:০২, ৭ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
এনবিআরের সাবেক চেয়ার‍ম্যান নজিবুর রহমান গ্রেফতার

নজিবুর রহমান (ফাইল ছবি)

দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের মূখ্য সচিব এবং এনবিআরের সাবেক চেয়ার‍ম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছেন। নজিবুর রহমানকে আজ (৭ অক্টোবর) আদালতে তোলা হবে বলে জানান তিনি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে তা জানাননি ডিবির এ কর্মকর্তা।

এদিকে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সাত সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। একই সঙ্গে বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানের ঋণ হিসাব, আমদানি-রপ্তানির তথ্যও চেয়েছে সংস্থাটি।

এর আগে, গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয় সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2