বদলি করা হয়েছে ৬ ডিআইজিকে

ছবি: সংগৃহীত
উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে ৬ ডিআইজিকে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ সদর দফতরের মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, পুলিশ সদর দফতরের মো. জিল্লুর রহমানকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, পুলিশ সদর দফতরের ড. মো. নাজমুল করিম খানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, এসবির মীর আশরাফ আলীকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, রেলওয়ে পুলিশের মো. আবদুল মালেককে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট এবং রাজশাহী সারদা পুলিশ একাডেমির মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: