• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পূর্ণমেয়াদ দায়িত্ব পালন করতে চান ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা

প্রকাশিত: ১৮:০৬, ১৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:৩৭, ১৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
পূর্ণমেয়াদ দায়িত্ব পালন করতে চান ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন

পূর্ণমেয়াদ দায়িত্ব পালন করতে চেয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও মেম্বাররা। বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এমন দাবি জানানো হয়।

এ সময়ের এসোসিয়েশনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করারও দাবি জানানো হয়। 

এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, চেয়ারম্যানদের অপসারণ করা হলে দেশে ও দেশের প্রান্তিক পর্যায়ে জন সাধারণের জন্য সরকারি সার্বিক সেবাদান মারাত্বকভাবে ব্যহত হবে। গ্রামগঞ্জে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটবে। চুরি, ডাকাতি, নেশাসহ বিভিন্ন অপরাধ কর্ম বৃদ্ধি পাবে। 

তারা বলেন, বিগত দিনে কোন সরকারের আমলেই পরিষদ ভেঙে দেওয়া বা চেয়ারম্যানদের অপসারণ করার কোন দৃষ্টান্ত আমরা দেখিনি। এসময় ইউনিয়ন পরিষদে যে সেবা দেওয়া হয় সেগুলো সম্পর্কে জানান তারা। সেবাগুলো সম্পর্কে তারা বলেন, আমরা তৃণমূলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং শতকরা ৬৫% চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর থেকে আজ অবধি সরকারি সকল সেবাদানে আমরা কখনো কারও সাথে রাজনৈতিক বিবেচনায় কোন আচরণ করিনি। দলমত নির্বিশেষে সকল দল ও মতের মানুষকে সমানভাবে সেবা প্রদান করে আসছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে আমরা প্রতিদিন অফিস করে আসছি, যাতে করে জনসাধারণের সেবা প্রধান ব্যহত না হয়।

সংবাদ সম্মেলনে উল্লিখিত ইউনিয়ন পরিষদে মূলত যেসব সেবা দেওয়া হয়:

১. বিজিএফ-এর চাল বিতরণ, ভিডব্লিউডি-এর চাল বিতরণ, টিসিবি পণ্য বিক্রি, কৃষি ও মৎস্য প্রণোদনা বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়ে থাকে যা বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দিন-রাত এক করে পরিশ্রম করতে হয়।

২. ওয়ারিশান সনদপত্র, চারিত্রিক/নাগরিক সনদপত্র, জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধনের মত জনগুরুত্বপূর্ণ কাজগুলো ইউনিয়ন পরিষদ থেকেই হয়ে থাকে।

৩. দেশের প্রান্তিক পর্যায়ে গ্রাম মহল্লায় বিভিন্ন শালিশ দরবার তথা নতুন রাস্তা নির্মাণ, পুরনো রাস্তা মেরামত, সরকারি সেবাদানের প্রতিষ্ঠানগুলোকে ইউনিয়ন পরিষদের মাধ্যমেই রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। ইউনিয়ন পরিষদে নির্বাচিত প্রতিনিধিগণ স্থানীয় পর্যায়ে সরকারে সহযোগী এবং প্রশাসনিক ইউনিট হিসেবে কাজ করে থাকে বলেও জানান তারা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2