• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

এই সরকার আগের সরকারের ভুল ও অপরাধের পুনরাবৃত্তি করবে না: ড. ইউনূস

প্রকাশিত: ২১:৫১, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:৩৪, ৩১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
এই সরকার আগের সরকারের ভুল ও অপরাধের পুনরাবৃত্তি করবে না: ড. ইউনূস

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকার আগের সরকারের ভুল ও অপরাধের পুনরাবৃত্তি করবে না। বুধবার (৩০ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথে সাক্ষাৎকালে  তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, উন্নয়ন ও মানবাধিকার যাতে একসাথে চলতে পারে, তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভলকার তুর্ককে আন্দোলনের সময় সমর্থন এবং বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরি করতে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে। যাতে ওই অঞ্চলের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা তাদের নিজ অঞ্চলের কাছাকাছি থাকতে পারে। এ সময় দুজনই রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য উদ্যোগ এবং আসিয়ানের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

ভলকার তুর্ক বলেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাজ চলমান রয়েছে।  এই প্রতিবেদন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন। তাদের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও সংস্কার কমিশন নিয়েও আলোচনা হয়েছে।

ভলকার তুর্ক আরও বলেন,  জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা তদন্ত কমিশনকে গুমের ঘটনা তদন্তে সহায়তা করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর ঢাকায় তাদের উপস্থিতি জোরদার করতে চায়। এ সময় বাংলাদেশের মানবাধিকার কমিশনকে স্বাধীন ও কার্যকরী করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান ভলকার তুর্ক। 

বিভি/এআই

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2