• NEWS PORTAL

  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শুধু ক্ষমতার হাত বদলের নির্বাচনের জন্য ছাত্র নাগরিকরা আন্দোলন করেনি: নাহিদ ইসলাম

প্রকাশিত: ২৩:০৬, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ২৩:০৭, ৩০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
শুধু ক্ষমতার হাত বদলের নির্বাচনের জন্য ছাত্র নাগরিকরা আন্দোলন করেনি: নাহিদ ইসলাম

ছবি: নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শুধু ক্ষমতার হাত বদলের নির্বাচনের জন্য ছাত্র নাগরিকরা আন্দোলন করেনি। রাষ্ট্রের কাঠামো সংস্কারের মধ্যে নির্বাচন একটি অংশ।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সমস্যাগ্রস্ত ৩৫০ সাংবাদিক পরিবারকে অনুদান বা আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনসহ যেকোনো নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের কথা কেউ বলে না।

তিনি বলেন, মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। মিডিয়া হাউজগুলোতে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। মালিকদের এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। বিগত ফ্যাসিবাদের সহায়তা যারা করেছে, তারা সাংবাদিক হতে পারে না।

উপদেষ্টা নাহিদ ইসলাম আগে যারা সাংবাদিকদের নির্যাতন করেছে, তারা মিডিয়ায় এখনো আছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: