• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জমা নেওয়া লাইসেন্সকৃত বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত দিচ্ছে সরকার

প্রকাশিত: ০০:২৯, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ০১:২০, ৩১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
জমা নেওয়া লাইসেন্সকৃত বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত দিচ্ছে সরকার

ফাইল ছবি

সরকারের অধীনে জমা দেওয়া লাইসেন্সকৃত বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। বুধবার (৩০ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।  জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে কমিটিতে দুইজন সদস্য এবং একজন সদস্য সচিব রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ২৫ আগস্ট তারিখের এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য গৃহীত এবং ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে থানায় জমা দেওয়া আগ্নেয়াস্ত্র ফেরত দেওয়ার আবেদন যাচাই-বাছাই পূর্বক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত জেলা পর্যায়ে নিম্নরূপ কমিটি গঠন করা হলো:

কমিটিতে যারা আছেন আহ্বায়ক জেলা ম্যাজিস্ট্রেট(ডিসি) ও সদস্য জেলা পুলিশ সুপার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) উপপরিচালক এবং সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির কার্যপরিধি কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ২৫ আগস্ট তারিখের প্রজ্ঞাপনমূলে জমাদানকৃত বৈধ অস্ত্র লাইসেন্সধারীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফেরত প্রদানের নিমিত্ত যাচাই- বাছাই অন্তে ফেরত প্রদান করবে।

বিশেষ উদ্দেশ্য নিয়ে ইস্যুকৃত এবং যে সকল অস্ত্র ফেরত প্রদান করলে তা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে প্রতীয়মান হবে সে সকল অস্ত্র ফেরত প্রদানের বিষয় বিবেচিত হবে না। যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা চলমান আছে বা যারা ফৌজদারি অপরাধে ইতোমধ্যে দণ্ডিত হয়েছে তাদের অস্ত্র ফেরত প্রদানের বিষয়টিও বিবেচনা করা যাবে না। কমিটি প্রজ্ঞাপনে উল্লিখিত নির্ধারিত তারিখের পরে জমাকৃত অস্ত্রের বিষয়ে যৌক্তিকতা পর্যালোচনাপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2