• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাজার কারসাজিতে জড়িতরা স্বার্থের প্রশ্নে অভিন্ন: উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত: ১৬:৩৯, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪০, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বাজার কারসাজিতে জড়িতরা স্বার্থের প্রশ্নে অভিন্ন: উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও বাজার কারসাজিতে জড়িতরা স্বার্থের প্রশ্নে অভিন্ন- উপলব্ধি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের। তিনি বলেন, এটি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তরায় হিসেবে কাজ করছে। বাংলাভিশনকে দেয়া সাক্ষাতকারে এ সব বলেন ড. সালেহউদ্দিন আহমেদ।

নিত্যপণ্যের বাজার নিয়ে কয়েক বছর ধরে ভুগছেন সীমিত আয়ের মানুষ। বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ট ব্যক্তি ও শিল্পগোষ্ঠী তাদের নিজেদের সুবিধা মতো নিয়ন্ত্রণ করেছে বাজার। তাই প্রত্যাশা ছিলো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ায় স্বস্তি মিলবে বাজারে। কিন্তু, বাস্তবে এর সুফল এখনো মেলেনি। যদিও দেশে আগস্টের বড় বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। অর্থ ও বাণিজ্য উপদেষ্টার আশা দ্রুত নিয়ন্ত্রণে আসবে বাজার।

বাজারে সিন্ডিকেট নিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, কারসাজির প্রশ্নে এক হয়ে যায় ব্যবসায়ীরা। আগের সরকারের দেদারছে টাকা ছাপানোর প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও জানান, কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের বিক্রয় মূল্যের তফাৎ সরকার কমাতে চায়।

বিভি/এসজি

মন্তব্য করুন: