• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ডামি ও নিশি রাতের নির্বাচনে বিএনপি বিশ্বাস করে না

প্রকাশিত: ২৩:১৩, ৪ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ডামি ও নিশি রাতের নির্বাচনে বিএনপি বিশ্বাস করে না

তারেক রহমান (ফাইল ছবি)

ডামি ও নিশি রাতের নির্বাচনে বিএনপি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, আগামী নির্বাচন হবে কঠিন। নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহবানও জানান তারেক রহমান । ৩১ দফা নিয়ে বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘কেউ যদি মনে করেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম, তারা মাঠে নেই বা মাঠে দুর্বল, আল্লাহর ওয়াস্তে এ কথা মন থেকে সরিয়ে দিন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো, তার চেয়েও আগামী নির্বাচন আরও কঠিন হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কেউ ক্ষমতায় যাবো না, আপনারা কেউ কিন্তু ক্ষমতায় যাবেন না, আপনারা মানুষের সমর্থন পেলে দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদের ক্ষমতা দেবে না, মানুষ আপনাদের দেশ পরিচালনার সুযোগ দেবে। পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার। ওরা জনসমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পায়নি। ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2