• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা  

প্রকাশিত: ১৮:০৬, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:২২, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে শাহবাগের অবস্থান শেষ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজা শেষে শাহবাগে সমবেত হওয়া ছাত্র-জনতা এই আল্টিমেটাম দেয়। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিচার প্রক্রিয়ার অগ্রগতি না জানানো হলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে। 

এর আগে দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজাস্থল ও টেলিভিশনে যারা সরাসরি দেখেছেন তাদের বেশিরভাগই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বেলা সাড়ে ৩টায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে সমাহিত করা হয়। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2