• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলেই নির্বাচন: সিইসি  

প্রকাশিত: ১৫:০৯, ৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:১৮, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলেই নির্বাচন: সিইসি  

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে কমিশন। 

তিনি বলেন, চাপমুক্ত থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করবে কমিশন। আগের তিন কমিশনের ভুলের পুনরাবৃত্তি হবে না বলে জানান তিনি। ভোট যখনই হোক, প্রস্তুতির কোন ঘাটতি থাকবে না। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনঃনির্ধারণের প্রক্রিয়া।

মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আইনও সংশোধন করা হবে বলেও জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন। সাংবাদিকদের সিইসি বলেন, বর্তমান কমিশন আগের কমিশনের থেকে স্বাধীন, অন্তবর্তী সরকারের পক্ষ থেকে কোন চাপ নেই । আগের তিন কমিশন থেকে শিক্ষা নিয়ে নির্বাচনি কৌশল সাজাতে চায় নতুন কমিশন। তিনি বলেন, মানুষ ভোটাধিকার বঞ্চিত। তারা একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে; বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2