• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

‘বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার জন’

প্রকাশিত: ০৮:১৯, ৬ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
‘বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার জন’

ফাইল ছবি

বর্তমানে দেশে বেকার জনগণের সংখ্যা ২৬ লাখ ৬০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য পাওয়া গেছে। রবিবার (৫ জানুয়ারি) ১৯তম আইসিএলএস (পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন) বেকারদের নিয়ে করা জরিপের তথ্য প্রতিবেদন আকারে প্রকাশ করে যা বিবিএস’র নির্দেশে প্রথমবারের জন্য প্রস্তুত করা হয়েছে। 

আইসিএলএস হিসাব অনুসারে, গত সেপ্টেম্বর মাস শেষে দেশের বেকারের সংখ্যা দাঁড়ায় ২৫ লাখ ৫০ হাজার। এর আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ২৬ লাখ ৪০ হাজার, তারা বেকার ছিলেন। এর মানে হলো পুরোনো হিসাবে বেকারের সংখ্যা কমেছে। তবে নতুন হিসাবে বেকার বেড়েছে ২০ হাজার।

বিবিএসের জরিপে বলা হয়েছে, সার্বিকভাবে বেকার জনগোষ্ঠী মূলত তারাই, যারা জরিপের আগের সাত দিন সময়ে এক ঘণ্টাও কোনো কাজ করেনি, কিন' কাজ করার জন্য প্রস'ত ছিল। একই সঙ্গে তারা জরিপের পরের দুই সপ্তাহেও কাজের জন্য প্রস'ত ছিল। এ ছাড়া বিগত ৩০ দিনে বেতন বা মজুরি অথবা মুনাফার বিনিময়ে করার জন্য কোনো না কোনো কাজ খুঁজেছেন, এমন ব্যক্তিরা বেকার হিসেবে বিবেচিত হন।

এ বিষয়ে বিবিএসের একজন কর্মকর্তা জানান, এবারই প্রথমবারের মতো ১৯তম আইসিএলএস অনুসারে বেকারত্ব ও শ্রমশক্তি জরিপ করা হয়েছে। ফলে পরিসংখ্যানে কিছুটা তারতম্য রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: