• NEWS PORTAL

  • বুধবার, ১৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাকরাইনে জমজমাট পুরান ঢাকা

প্রকাশিত: ২১:৪৬, ১৪ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সাকরাইনে জমজমাট পুরান ঢাকা

ছবি: সংগৃহীত

পুরান ঢাকায় সাকরাইন উৎসব বা মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় দিনটির।

ভবনগুলোর ছাদ থেকে বাহারি রঙ আর নানা আকারের ঘুড়ি ওড়ানো হয়। পুরান ঢাকার বাসিন্দাদের পাশাপাশি রাজধানীর অন্য এলাকা থেকেও অনেকে যোগ দিয়েছেন এই সাকরাইন উৎসবে। পুরান ঢাকা জমজমাট হয়ে ওঠে এতে।

তরুণ প্রজন্মও নিজেদের মতো করে দিনটি উদযাপন করেছে। বিভিন্ন বাড়ির ছাদে আয়োজন করা হয় গান আর নাচের। সেখানে আতশবাজি আর আগুন খেলার আয়োজন চলে। তারা পিঠা উৎসবের আয়োজনেও পিছিয়ে ছিল না।

উল্লেখ্য, পৌষ মাসের ৩০ তারিখ পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব নামে পরিচিত। কোথাও কোথাও মকর সংক্রান্তি হিসেবেও পালন করা হয়।

পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব ‘পৌষ পার্বণ’ উদযাপিত হয়। এই উৎসবকে ঘিরে গ্রাম বাংলায় বাড়িতে বাড়িতে আয়োজন হয়ে থাকে বিভিন্ন রকমের পিঠা উৎসবের।
 

বিভি/এআই

মন্তব্য করুন: