• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া

‘নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না বিএনপি’

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
‘নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না বিএনপি’

ছবি: ঝিনাইদহে সমাবেশে বক্তৃতা করেন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না বিএনপি। ফ্যাসিষ্ট হাসিনা সরকার ছিলো লুটেরা সরকার। তাদের সকল পাচার হওয়া সম্পদ দেশে অনতিবিলম্বে ফিরিয়ে আনতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার চরম অবনতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ শহরের সরকারী উজির আলী মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশকে পথে বসিয়ে দিয়ে গেছে। বিএনপির ৩১ দফা মানুষের মুক্তির সনদ। বিএনপি একা সরকার গঠন করতে চায় না। সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। তিনি আরও বলেন, দল গঠন নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। তবে, সরকারে বসে আবোল-তাবোল কথা বলা ঠিক নয়।

বিএনপির এই নেতা বলেন, আইন শৃঙ্খলার উন্নয়নে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্যদিকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রয়োজন। আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি না। আমরা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছি। আমরা চাই সরকার কবে নির্বাচন দেবে, সেই দিন-তারিখ উল্লেখ করুক।

তিনি জোর কন্ঠে বলেন, আমরাও আন্দোলনে রক্ত দিয়েছি। পরিকল্পনা করে আন্দোলনকে এগিয়ে নিতে যা যা করার বিএনপি তার সবই করেছে। অনেকে অনেক কথা বলছেন এখন। অতীত জেনে কথা বলুন। ডক্টর ইউনূস সরকার আমাদের আন্দোলনের ফসল। আবুল খায়ের ভুইয়া বলেন, জুলাই গণআন্দোলন আকাশ থেকে পড়েনি।

জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, মীর রবিউল ইসলাম লাভলু। সভাটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: