বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে মুশফিকুল ফজল আনসারীর গভীর শোক

ছবি:ফেসবুক থেকে নেওয়া
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক পোস্টে এই শোক জানান তিনি। পোস্টটিতে তিনি লেখেন-
‘মহান রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ্ আল নোমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য লড়েছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, শ্রমিকের অধিকার আদায়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, সংসদ সদস্য হিসেবে একাধিকবার নির্বাচিত হয়েছেন, পালন করেছেন মন্ত্রীর দায়িত্ব।’
‘এইতো গতমাসে গুলশানে ম্যাডামের বাসায় দেখা নোমান ভাইয়ের সাথে। ছেলে তুর্যকে নিয়ে হুইলচেয়ারে ভর করে দেখতে এসেছিলেন তাঁর প্রিয় নেত্রীকে। কথা বলতে কষ্ট হচ্ছিল তাঁর। সেখানে আমাকে দেখে অনেক উচ্ছ্বাস প্রকাশ করলেন।
এমন একজন সজ্জন রাজনীতিকের বিদায় দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ, নোমান ভাইকে বেহেশত নসিব করুন ‘
বিভি/এমআর
মন্তব্য করুন: