• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেখ হাসিনার পতনের ৮ মাসে দেশে নতুন ২২ রাজনৈতিক দল, ৪ সংগঠন

প্রকাশিত: ০৯:৩৬, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:২৭, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
শেখ হাসিনার পতনের ৮ মাসে দেশে নতুন ২২  রাজনৈতিক দল, ৪ সংগঠন

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পতনের ৮ মাসে ২২ রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিদন্দ্বীতা নয় মধ্যস্থতার মাধ্যমে স্বার্থ হাসিলের উদ্দেশ্য নিয়ে নির্বাচনের আগে নতুন দল তৈরি বাংলাদেশে দীর্ঘদিনের সংস্কৃতি। দলগুলোর আদর্শ ও অর্থায়ন নিয়েও প্রশ্ন রয়েছে বিশিষ্টজনদের। এদিকে অধিকাংশ দলের নামই জানেনা সাধারণ মানুষ। 

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে ২২ টি নতুন রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এসব দলের মধ্যে গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ছাড়া অধিকাংশই মূলধারার রাজনীতির আলোচনার বাইরে।

এমনকি খোদ রাজধানীতেই সাধারণ মানুষ এসব দলের নাম শোনেননি বা শুনলেও মনে রাখেননি। নতুন আত্মপ্রকাশ করা অধিকাংশ দল নিয়ে তাদের মধ্যে নেই তেমন কোনো প্রত্যাশাও।

বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন স্বার্থ আর উদ্দেশ্যে হাসিলে নির্বাচনের আগে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গড়ার প্রবণতা দীর্ঘদিনের। রাজনৈতিক দলের সংখ্যা বেশি হলেও এই সংখ্যা দেশের গণতন্ত্রিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব রাখতে পারছে না।

প্রশ্ন উঠছে নতুন আত্মপ্রকাশ করা নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলোর আদর্শ এবং অর্থায়ন নিয়ে। তবে, নতুন দল গঠনের বিষয়টিকে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর স্বাধীন রাজনৈতিক মতের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

হঠাৎ করে গড়ে ওঠা রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর ভোজবাজির মতোই হারিয়ে যেতে পারে, কারণ রাজনীতির মাঠে টিকে থাকতে প্রয়োজন জন সম্পৃক্ততা-  এমনটাই বলছেন সচেতন নাগরিক মহল।

 

বিভি এ/আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2