‘যুদ্ধের পক্ষে নই, তবে যেকোনো পরিস্থিতিতে প্রস্তুতি না থাকা আত্মঘাতী’

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ভারত-পাকিস্তান যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রস্তুতি না থাকা আত্মঘাতী বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
নিজেকে যুদ্ধবিরোধী হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে এখন এমন পরিস্থিতি যেখানে প্রতি মুহূর্তে হুমকি থাকে। তাই প্রস্তুতি রাখতে হয়; প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বিগত সরকারের লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও, অর্থনৈতিক বাস্তবতা মেনেই দেশের নিরাপত্তা স্ট্র্যাটেজি ঠিক করার কথা জানান প্রধান উপদেষ্টা।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে আরও আধুনিক করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিভি এ/আই
মন্তব্য করুন: