বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে: কায়সার কামাল

ছবি: বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই দেশে ফিরবেন, জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (৩০ এপ্রিল) হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করার আহ্বান জানান কায়সার কামাল।
এর আগে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপির অনুরোধে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার।
বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে।
বিভি এ/আই
মন্তব্য করুন: