• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত-পাকিস্তান উভয়কে সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের

প্রকাশিত: ২০:২০, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারত-পাকিস্তান উভয়কে সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের

ছবি: তারেক রহমান

ভারত-পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

পোস্টে তারেক রহমান লেখেন, পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। পারস্পরিক স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করে।

উল্লেখ্য, কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে গতরাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতশাসিত কাশ্মিরে অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৩২ জন। ভারতের ৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান।

 

বিভি/এআই

মন্তব্য করুন: