• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনায় সিপিবির উদ্বেগ

প্রকাশিত: ২১:৪৬, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনায় সিপিবির উদ্বেগ

পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারতের পক্ষ থেকে ‘অপারেশন সিন্দুর’ নামে যে সামরিক অভিযান শুরু করেছে এবং অপরদিকে, পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে সমূচিত জবাব দেওয়ার যে ঘোষণা দেয়া হয়েছে; তা এক দীর্ঘস্থায়ী যুদ্ধের আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ((সিপিবি)।

বুধবার (৭ মে) এক বিবৃতিতে সিপিবির সভাপতি মো: শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ধর্মীয় উগ্রবাদের ও সন্ত্রাসবাদের এই ভয়াবহ উত্থানের জন্য ভারত-পাকিস্তান উভয় দেশের প্রতিক্রিয়াশীল বুর্জোয়া শাসক গোষ্ঠী দায়ী। এরা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এই সন্ত্রাসী ঘটনার জন্ম দেয় অথবা উসকানি দেয়। পেহেলগামের নির্মম হত্যাকাণ্ড এবং সন্ত্রাস এর থেকে বিচ্ছিন্ন কিছু নয়। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশসহ গোটা দক্ষিণ এশিয়ার জনগণের শান্তি ও নিরাপত্তা স্বার্থে এই উত্তেজনা ও সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান করতে হবে। এই সংকটকে কোন ভাবেই সাম্রাজ্যবাদের ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া যাবে না।  

সিপিবি নেতৃবৃন্দ আরো বলেন, ভারত-পাকিস্তানের এই সামরিক উত্তেজনা চলমান থাকলে সেটি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ার শ্রমিক শ্রেণী, মেহনতী জনতা এবং  শান্তিকামী জনগণের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলবে। সুতরাং, এর বিরুদ্ধে অত্র অঞ্চলের কমিউনিস্ট, বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: