এনবিআর বিভক্তিতে রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ফাইল ছবি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ সংরক্ষণ করেই জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে দুই ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এ কারণে রাজস্ব আদায়ে অধ্যাদেশের কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।
মঙ্গলবার (১৩ মে) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব আদায় হতাশাব্যাঞ্জক নয়, গতবারের তুলনায় এবার তা দুই শতাংশ বেশি হয়েছে। অর্থবছর শেষে তা আরো বাড়বে বলে আশা তার।
আগামী বাজেট প্রসঙ্গে ডক্টর সালেহউদ্দিন বলেন, ধার-দেনা করে মেগা প্রকল্প কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করার ইচ্ছা সরকারের নেই। বাজেট ছোট না বড়ো হবে তা জানতে কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা।
বিভি/এসজি
মন্তব্য করুন: