পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে: পুলিশ মহাপরিদর্শক

ছবি: পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম
রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে, সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর মিরপুরে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।
তিনি বলেন, পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না। পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে। এসব নিয়ে আলাপ-আলোচনা চলছে। আর পুলিশের অস্ত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, তা জেনে বুঝে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আইজিপি আরও বলেন, পুলিশের কাছে সর্বোচ্চ শটগান থাকবে, ক্ষেত্র বিশেষে রাইফেল থাকতে পারে। যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, সেগুলো ব্যবহারে সতর্ক থাকবে পুলিশ।
বিভি/এআই
মন্তব্য করুন: