• NEWS PORTAL

  • সোমবার, ২৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিং

প্রকাশিত: ১২:২৯, ১৪ মে ২০২৫

আপডেট: ১২:৩০, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিং

ছবি: ব্রিফিংয়ে উপ মুখপাত্র টমি পিগট

মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার (১৩ মে) আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ বিষয়ে এক প্রশ্নের উত্তরে উপ মুখপাত্র টমি পিগট বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। 

তিনি বলেন, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, যতক্ষণ না দল এবং এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয়। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি।

টমি পিগট আরও বলেন, আমরা বাংলাদেশসহ সব দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে।

তিনি বলেন, আমরা ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে মূল্যবান বলে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।  

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত। সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট


 

বিভি/এমআর

মন্তব্য করুন: