‘যমুনা ঘেরাওয়ের রাজনীতি করতে দেওয়া হবে না’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজকে থেকে যমুনা ঘেরাওয়ের রাজনীতি করতে দেওয়া হবে না, আমরা কঠোর ভূমিকায় অবতীর্ণ হবো। বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ বলেন, একটি দল বিভিন্ন আন্দোলনে ঢুকে অন্তর্ঘাতমূলক কাজ করার চেষ্টা করে। সরকার ন্যায্য দাবি শুনতে রাজি, গতকাল আমার সাথে মিটিং করার কথা ছিল সেটা না করে তারা মিছিল নিয়ে চলে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত প্রথমেই শক্তি ব্যবহার না করে তাদের সাথে বোঝানোর চেষ্টা করা, তবে তাদের বিশৃঙ্খলা ঠেকানোও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।
তিনি আরও বলেন, জবির আবাসন সংকট নিয়ে প্রধান উপদেষ্টা অবগত হয়েছেন। আশা করি তাদের সংকট সমাধান হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: