• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত ইশরাক সমর্থকদের

প্রকাশিত: ০৯:১৩, ২২ মে ২০২৫

আপডেট: ১১:৪২, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত ইশরাক সমর্থকদের

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথের পাশাপাশি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।

বৃহস্পতিবার (২২ মে) ভোরের আলো ফুটতেই বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। গতকাল রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর আজও তা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইশরাক হোসেনের সমর্থকদের।

এরইমধ্যে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। নেতাকর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

অপরদিকে, যমুনার মুখে বাড়ানো হয়েছে পুলিশ উপস্থিতি। সেনাবাহিনীও অবস্থান নিয়েছে। এর আগে, ইশরাক সমর্থকরা টানা ৭ দিন নগর ভবনের সামনে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: