কর্মবিরতির কারণে নগরবাসীর ভোগান্তি যাতে না হয়: ইশরাক হোসেন

ছবি: ইশরাক হোসেন
কর্মবিরতির কারণে নগরবাসীর ভোগান্তি যাতে না হয়, আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন।
শনিবার (২৪ মে) দুপুরে টেলিফোনে আন্দোলনরতদের সঙ্গে কথা বলে এ আহ্বান জানান তিনি।
এদিকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত নগর ভবন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আজ কালের মধ্যে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। তা না হলে পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তারা।
দুপুরে আন্দোলনকারীদের ইশরাক হোসেন ফোনে আহবান জানান, যাতে নগরবাসীর সেবা বিঘ্নিত না হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: