যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে বিএনপি

যমুনায় ড. ইউনূসের সাথে বৈঠকে বসেছে বিএনপি
সামগ্রিক পরিস্থিতি নিয়ে যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার বৈঠক। সন্ধ্যা সাড়ে সাতটায় যমুনায় শুরু হয় বিএনপির সাথে বৈঠক।
ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে যোগ দেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। সাথে আছেন ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে জামায়াতে ইসলামী। সবশেষ বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরির পরিস্থিতি, এনসিপি আহবায়কের কাছে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা প্রকাশসহ দেশে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের কাছ থেকে কাঙ্খিত সহযোগিতা না পাওয়ার অনুযোগ করে প্রধান উপদেষ্টা প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান পরিস্থিতি নিয়ে আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করতে পারেন প্রধান উপদেস্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
বিভি/এজেড
মন্তব্য করুন: