• NEWS PORTAL

  • সোমবার, ২৬ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সচিবালয়ে কর্মচারিদের আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২০:৪৪, ২৫ মে ২০২৫

আপডেট: ২০:৪৪, ২৫ মে ২০২৫

ফন্ট সাইজ
সচিবালয়ে কর্মচারিদের আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে কর্মচারিদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অধ্যাদেশ নিয়ে আলোচনা করে সমাধান করা যেতে পারে। রবিবার (২৫ মে) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ এই আইনটি নির্বাচন ম্যানিপুলেট করতে সংশোধন করেছিলো। সে সব বিষয় বাতিল করা হয়েছে। নতুন করে কিছু করা হচ্ছে না। আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তাদের কোনো বিষয় থাকলে জনপ্রশাসনের সাথে আলোচনা করতে পারে।

ঈদের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, গরুর হাটকে কেন্দ্র করে কোনো অরাজকতা চলবে না। এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী।  

বিভি/এমআর

মন্তব্য করুন: