রংপুরসহ সারাদেশে সকল প্রকার অনলাইন জুয়া বন্ধের দাবি

রংপুরসহ সারাদেশে অনলাইন ক্যাসিনো ও সকল প্রকার অনলাইন জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘আমার দেশ আমার অহংকার’ নামে সামাজিক সংগঠনের আয়োজনে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব আলী হোসাইন সাইফ, সংগঠক মাহবুব হোসেন সুমনসহ অন্যরা।
বক্তারা বলেন, অনলাইন ক্যাসিনো জুয়াসহ সকল ধরণের জুয়া বর্তমানে সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। জুয়ার কারণে ছিনতাই, ডাকাতি, ব্ল্যাকমেইলিং বাড়ছে। জুয়ায় আসক্ত একজন মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা তাদের পারিবারিক, সামাজিক দায়িত্ব ভুলে গেছে। আজ এই জুয়ার কারণেই শত শত সংসার ভেঙে যাচ্ছে, কত মানুষ আত্মহত্যা করছে তার হিসাব নেই। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিনের রোজগার দিয়ে পরিবারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। কিন্তু, একজন জুয়ারি সারাদিনের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, এখনই যদি এই অনলাইন জুয়া বন্ধে সরকার কোনো উদ্যোগ গ্রহণ না করে তবে সামনের দিনে আরও চরম খারাপ পরিস্থিতির শিকার হবে দেশ। এসময় অনলাইনভিত্তিক সকল জুয়া বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, অনলাইনে জুয়া বন্ধে প্রশাসন নাগরিকদের সার্বিক সহযোগিতা করবে। এক্ষেত্রে প্রশাসনকে তথ্য দিলে আমরা উপজেলা পর্যায় পর্যন্ত ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: