• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অস্ত্রের বিষয়ে এবার বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাস উপদেষ্টা আসিফ মাহমুদের

প্রকাশিত: ১৯:৫৪, ৩০ জুন ২০২৫

আপডেট: ১৯:৫৫, ৩০ জুন ২০২৫

ফন্ট সাইজ
অস্ত্রের বিষয়ে এবার বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাস উপদেষ্টা আসিফ মাহমুদের

বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার হওয়া এবং এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। চরিত্র হননের উদ্দেশ্যে এমন কাজ বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৩০ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে তিনি নিজের উদ্বেগের কথা জানান।   

পোস্ট আসিফ লিখেছেন, ‌‘গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে, পিস্তল কেন, মিসাইল সাথে রাখলেও আমি, আপনি কেউই নিরাপদ নই। 
যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারও হাতে পৌঁছে গেল, তা রীতিমত ভয়ঙ্কর। এরা চাইলে যেকোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্তহত্যাকারী, কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল-টাইম লোকেশন, শিডিউল, সেনসিটিভ ইনফরমেশনসহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যেকোনো কিছু পাচার করে দিতে পারে।’
 
তথ্য পাচারের এমন ঘটনায় কোনো নাগরিক নিরাপদ নয় জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমি সরকারে আছি। আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই বোঝা যায়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তিই বা কী? যাদের দায়িত্ব শত্রুর ওপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে, টার্গেটেড চরিত্রহননে। লেজিট কিছু না পেয়ে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে। দুর্ভাগ্যজনকভাবে গণ-অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনপুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না।’

এসব ঘটনায় জনগণ অনেক বেশি সচেতন উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘আশার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের যেকোনো সময়ের থেকে বেশি সচেতন। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে, কারা ঘটিয়েছে তা কারোই বোঝার বাকি থাকার কথা না।’

এরআগে, রবিবার (২৯ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার ঘটনা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। পরে এক ফেসবুক পোস্টে বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত’ বলে জানান তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েকদফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।’
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2