• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার আহ্বান আলী রীয়াজের 

প্রকাশিত: ১১:৫৬, ৭ জুলাই ২০২৫

আপডেট: ১২:০৬, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার আহ্বান আলী রীয়াজের 

ফাইল ছবি

রাষ্ট্র সংষ্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই ঐকমত্য তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। 

সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনার সূচনায় অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান ড. আলী রীয়াজ। আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2