বর্ণিল সাজে বাংলাদেশ-মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদযাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
এই বিশেষ দিন উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং মেক্সিকো সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় মেক্সিকো সিটির গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ-Petroleros Fountain, Diana the Huntress, the Angel of Independence, the Cuauhtémoc Monument, the Revolution Monument, এবং Zócalo সংলগ্ন ভবনসমূহ বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জিত করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মেক্সিকো সিটির রেভোলিউশন মনুমেন্টে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আলোকসজ্জার উদ্বোধন করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ সময় রাষ্ট্রদূত বলেন, “গত পাঁচ দশকে বাংলাদেশ-মেক্সিকো সম্পর্ক অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। তবে সবচেয়ে বড় অর্জন হলো উভয় দেশের জনগণের মধ্যে গভীরতর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক।”
তিনি ভবিষ্যতের সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির, জনগণের মধ্যে সরাসরি সংযোগ আরও বাড়ানোর, এবং কূটনৈতিক উপস্থিতি জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মেক্সিকো সিটি কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল, মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দুতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং মেক্সিকোতে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: