• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সোমবার শহীদ মিনারে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাসস

প্রকাশিত: ২১:১৭, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ২২:০৮, ১৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সোমবার শহীদ মিনারে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণঅভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এরই অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগামী ১৪ জুলাই সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই উইমেনস ডে' চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, “জুলাইয়ের গান ও ড্রোন শো”-এর আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। সন্ধ্যা ৬টায় “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম” শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন অংশগ্রহণ করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের কণ্ঠশিল্পীবৃন্দ। জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান পরিবেশন করবেন ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলার’, ‘হুঁশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’, ‘আমি জুলাই এর গল্প বলবো’ প্রভৃতি জনপ্রিয় গান।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জুলাই উইমেনস ডে উপলক্ষে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে। পরে ‘দীপক কুমার গোস্বামী স্পিকিং’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ চলচ্চিত্রসমূহ প্রদর্শিত হবে।

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ৫ জন ও ৩ জন শহীদ পরিবারের সদস্য রাত সাড়ে ৭টায় বক্তৃতা করবেন। রাত ৮টায় ‘সংগতি’, ‘অচিরজীবির প্রার্থনা’, ‘বাঘের গান’ ও ‘নীল নির্বাসন’ গানসমূহ পরিবেশন করবেন ব্যান্ডদল ইলা লা লা। এরপর স্লোগান গার্লরা মঞ্চে এসে স্লোগান দেয়ার পর এফ মাইনর পরিবেশন করবেন ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘ডাহুক’ ও ‘মেয়ে’ প্রভৃতি গানসমূহ। আবারও স্লোগান গার্লরা মঞ্চে এসে স্লোগান দেয়ার পর পারসা মাহজাবীন ‘চলো ভুলে যাই’, ‘মুক্তির মন্দির’ ও ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ গান পরিবেশন করবেন। এরপর স্লোগান গার্লদের স্লোগানের পর ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্যে পুষ্প ভরা’, ‘পলাশীর প্রান্তর’, ‘ঘুরে দাঁড়াও’ ও ‘বাংলাদেশ’ গানসমূহ পরিবেশন করবেন শিল্পী এলিটা করিম।

রাত ১০টায় বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। বাংলাদেশ সরকার এবং চীন সরকারের যৌথ আয়োজনে ‘ড্রোন শো’-তে ২ হাজার ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে।

উল্লেখ্য, ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। শহীদ মিনারের উপরে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’ এর মাধ্যমে। ড্রোন শো এর প্রথম ধাপে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাই এ এসে পৌঁছালো। দ্বিতীয় ধাপে দেখানো হবে কেমন করে ১৪ তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের সূচনা হলো।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2