অবশেষে প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় একমত রাজনৈতিক দলগুলো

প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিতর্ক অবসানে এক ধরনের ঐকমত্য হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত সংলাপের দ্বিতীয় পর্বের দ্বাদশ দিনের বৈঠকে এই ঐকমত্য হয় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে দ্বিতীয় দফার বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ ব্যবস্থা, জরুরি অবস্থা জারি সংক্রান্ত ব্যবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিষয়ে রবিবার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো।
বৈঠক শেষে আলী রিয়াজ জানান, আলোচনা ধীরে ধীরে ফলপ্রসূ হওয়ার দিকে এগুচ্ছে। আশা করেন, দ্রুতই ঐকমত্যে পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো।
পরে একে একে রাজনৈতিক দলগুলো আলোচিত বিষয় নিয়ে তাদের ঐকমত্য, প্রস্তাব ও মত-দ্বিমতের বিষয়টি তুলে ধরে।
৩০ জুলাই এর মধ্যে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য সৃষ্টি করে জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে সোমবার (১৪ জুলাই) আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।
বিভি/টিটি
মন্তব্য করুন: