নারীরা সম্মুখ সারিতে থাকলেও প্রাপ্য সম্মান পাচ্ছে না: জুলাইয়ের নারী যোদ্ধারা

জুলাই আন্দোলেনে নারীরা সম্মুখ সারিতে থাকলেও তাদের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জুলাইয়ের নারী যোদ্ধারা। সোমবার (১৪ জুলাই) জুলাই কন্যাদের আয়োজনে রিকশা র্যালি শেষে এ কথা বলেন তারা।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ২৪ এর ইতিহাস থেকে নারীদের ভূমিকা হারিয়ে যেতে দেওয়া হবে না।
২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন বিভিন্ন স্তরের নারীরা। কোনো কোনো সময়ে তাদের অবদান ছিলো সামনের সারিতে। তাদের অবদানকে স্বীকৃতি জানাতেই ১৪ জুলাই কন্যা দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক রিকশা র্যালির আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত নারীদের পরিবাররা তাদের স্মৃতিচারণ করে, দাবি জানায় সঠিক বিচারের। নারীদের রাজপথ থেকে ফেরাকে হতাশাজনক বলে উল্লেখ করেন তারা, বলেন, তাদের উপযুক্ত স্বীকৃতি দিতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ
আয়োজনে সম্মান জানানো হয় আন্দোলনে অংশগ্রহণকারী রিকশাচালকদেরও। দারিদ্র্য, সহিংসতামুক্ত মানবিক ও সাম্যের দেশ গড়ার শপথ গ্রহণ করেন জুলাই কন্যারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: