• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাইয়ের নারী যোদ্ধাদের স্মরণে ড্রোন শো, ঝলমলে ঢাকার আকাশ

প্রকাশিত: ০১:১৬, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জুলাইয়ের নারী যোদ্ধাদের স্মরণে ড্রোন শো, ঝলমলে ঢাকার আকাশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের অবদানকে স্মরণ করে প্রদর্শিত হয়েছে ড্রোন শো। যেখানে ফুটে উঠেছে সে সময়ের নানা ঘটনা।

সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই শো প্রদর্শিত হয়। 'জুলাই উইমেনস ডে'-এর কর্মসূচির অংশ হিসেবে এই শো প্রদর্শন করা হয়।

শো’তে অভ্যুত্থানে নারীদের বিভিন্ন সময়ের আন্দোলনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেছেন। এসময় অভ্যুত্থানের সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন কথা ও ছবি দেখানো হয়েছে।

শেখ হাসিনার বিদ্রূপাত্মক কথা— ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’ এ ছাড়া 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', মাতৃভূমি অথবা মৃত্যু'সহ একাধিক বাক্য এই শো'তে দেখানো হয়েছে।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি দেখানো হয়েছে।

পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ডসহ একাধিক প্রতিচ্ছবি দেখা গিয়েছে এই শো'তে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2