‘কাঠামোগত সংস্কারে ঐক্য গড়তে ব্যর্থতা সবার ওপর বর্তাবে’

ফাইল ছবি
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কাঠামোগত সংস্কারে ঐক্য গড়তে ব্যর্থ হলে সে ব্যর্থতা সবার ওপর বর্তাবে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতেই তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংগ্রামের নতুন পর্যায় শুরু হয়েছিলো একবছর আগে। সেই স্মৃতি ধরে রাখলে দায়িত্ব পালনে কমতি থাকবে না। জাতীয় সনদ তৈরির জায়গায় সবাইকে নিয়ে দ্রুত এগিয়ে যেতে হবে। মৌলিক বিষয়ে জাতীয় সনদে সবাই যাতে এক জায়গায় আসতে পারি সে চেষ্টা রাখতে হবে বলেও মনে করেন আলী রীয়াজ। বলেন, কমিশন শুধু রাজনৈতিক দলের প্রচেষ্টার অংশ হয়ে সহযোগী হিসেবে কাজ করার চেষ্টা করছে।
আগামী কয়েক দিনের মধ্যে অনিষ্পন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিবর্তনের আহ্বান জানান ।
বিভি/এসজি
মন্তব্য করুন: