• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৫ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিলের ঘোষণা

প্রকাশিত: ১৮:৪৮, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
৫ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিলের ঘোষণা

জুলাই ঘোষণাপত্র, প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির সংস্কারের দাবিতে বুধবার (১৬ জুলাই) রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করবে জুলাই ঐক্য। 

গত রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ১০৮ সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে ১৫ জুলাই প্রতীকী কফিন মিছিল করার ঘোষণা আসে। পরবর্তীকালে জুলাই ঐক্যের সংগঠকদের সঙ্গে আলোচনা করে একদিন পিছিয়ে গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের হত্যার দিন নির্ধারণ করা হয়। 

কফিন মিছিলটি রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে শুরু করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে গণঅভ্যুত্থানের সকল শহিদ ও আহতদের সুস্থতা জন্য দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে। 

কফিন মিছিলে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2