• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের আরো ৬ কর্মকর্তাকে বরখাস্ত

প্রকাশিত: ১৯:৫৩, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ২০:৫৮, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের আরো ৬ কর্মকর্তাকে বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের আরও ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে একই দিনে এ পর্যন্ত পাঁচ যুগ্ম-কমিশনার ও তিন উপ-কমিশনারসহ ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো। 

মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা কর অঞ্চল-২ এর যুগ্ম-কর কমিশনার (বিভাগীয় প্রতিনিধি) মাসুমা খাতুন, ঢাকা কর অঞ্চল-১৫ এর যুগ্ম-কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী এবং কুমিল্লা কর অঞ্চলের উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

এ ছাড়াও রয়েছেন- কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা; জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর-এর অভিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর রাজস্ব কর্মকর্তা শফিউল বশর ও কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর রাজস্ব কর্মকর্মতা সবুজ মিয়া।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2