বৈষম্য-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ আবু সাঈদ যেন সাহসের বাতিঘর

২৪-এর এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে রংপুর। পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। বৈষম্যবিরোধী এ আন্দোলনে শহীদ হন তিনি। তার আত্মত্যাগের পর তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে আন্দোলন, ছড়িয়ে পড়ে সারাদেশে। পতন হয় ফ্যাসিস্ট সরকারের।
বিশ্লেষকরা বলছেন, আবু সাঈদের সাহসিকতা দেখে অনুপ্রাণিত হয়েছেন তরুণ প্রজন্ম।
রংপুরে এইভাবেই দুই হাতের ডানা মেলে পুলিশের গুলি বরণ করে নেন অকুতভয় আবু সাইদ। লড়াই করেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। জীবন দিয়ে বিশ্বকে দেখিয়েছেন সাহস, হয়েছেন শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন প্রতিজ্ঞার প্রতীক। সহপাঠীদের ভাষায়, তার আত্মত্যাগে পালিয়েছে ফ্যাসিস্ট, জন্ম হয়েছে নতুন বাংলাদেশের। তবে, নতুন বাংলাদেশে সমঅধিকার প্রতিষ্ঠা নিয়ে এখনো সন্ধিহান বিশ্লেষকরা।
যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় থাকবে আবু সাইদরা। গত এক বছরে তাদের আত্মত্যাগের সম্মান কতুটু দিতে পেরেছে সরকার তা নিয়েও রয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: