• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোপালগঞ্জে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: রিজওয়ানা হাসান

প্রকাশিত: ২০:৪৯, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪৯, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গোপালগঞ্জে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: রিজওয়ানা হাসান

অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তদন্ত করে দায়িত্বহীনতার জন্য দায়ীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে পৌছলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় নেতাকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সৈয়দা রিজওয়ান হাসান গোপালগঞ্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে এঘটনায় প্রধান উপদেষ্টাও নিন্দা জানিয়েছেন। যারা পরিস্থিতি অস্থিতিশীল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। 

তিনি বলেন, শুধু এনসিপি নয় যে কোনো দলের উপর কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। 

পরিবেশ উপদেষ্টা বলেন, এতোবড় একটা গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যতোটা অবনতি হওয়ার আশঙ্কা করা হয়েছিলো তা হয়নি। সারাদেশে সার্বিকভাবে স্থিতিশীলতা বিরাজ করছে। এনসিপি কয়েকটি জেলায় তাদের কার্যক্রম চালিয়েছে, এমন ঘটনা কোথাও ঘটেনি। যারাই এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এরআগেও আওয়ামী লীগ গোপালগঞ্জে সেনাবাহিনীকে অবরুদ্ধ করে নৈরাজ্য করার অপচেষ্টা চালায়। আসলে আওয়ামী লীগ এখনো প্রশাসনের সর্বস্তরে রয়েছে। গোপালগঞ্জে সন্ত্রাসীরা ঘাটি গেড়েছে। এদের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। বিচার কার্যক্রমও শুরু হয়েছে। দ্রুত আমরা বিচার সম্পন্ন হতে দেখতে পারবো। 

জুলাই সনদ সম্পর্কে সরকারের ওই উপদেষ্টা বলেন, জুলাই সনদ আমাদেরই বেশি প্রয়োজন। কারণ আমরা থাকবো না। এটা মূলত: রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে। সনদের অনেকগুলো বিষয় আছে। এ ব্যাপারে দলগুলোকে ডেকে মতামত নেওয়া হয়েছে। সবার খসড়া একত্রে নিয়ে আমরা সনদ তৈরির চেষ্টা করছি। যতো দ্রুত সম্ভব এটা করা হবে। 

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ দেশকে একটা ধ্বংস স্তুপে পরিণত করে গেছে। সেখান থেকে নতুন করে গড়ার কাজ করছি আমরা। প্রশাসনের সকল ক্ষেত্রে তাদের লোক। তাই বেগ পেতে হচ্ছে। পুলিশকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। সে পর্যন্ত গোপালগঞ্জের মতো ঘটনার মোকাবিলা করতে হবে। 

তিনি বলেন, এনসিপির সাথে যা করা হয়েছে তা মূলত নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতা। আমরা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করবো না। পুলিশসহ যাদেরই এর সাথে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2