• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৪ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

প্রকাশিত: ১২:০৭, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
৪ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

প্রাথমিকের সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। 

সমাবেশে বক্তারা জানান, যে ৪৫ জন প্রধান শিক্ষক আদালতে রিট করছে, শুধুমাত্র তাদের দশম গ্রেড বাস্তবায়নে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু যারা মামলা করেননি তাদের দশম গ্রেড কবে বাস্তবায়ন হবে, সে দাবিতে এই মহাসমাবেশের ডাক দেয়া হয়। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

তাদের দাবি, প্রাথমিকের সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। এছাড়া তাদের বাকি দাবি গুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দিতে হবে।

২০১৪ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের দশম গ্রেডের জিও জারি করতে হবে। চলতি দায়িত্বসহ সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে।এছাড়া চাকরির বয়স ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড দেয়ারও দাবি শিক্ষকদের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2