• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভিসাপ্রার্থী তথ্য জালিয়াতি বা গোপন করলে স্থায়ী নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮:৫২, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৫৩, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভিসাপ্রার্থী তথ্য জালিয়াতি বা গোপন করলে স্থায়ী নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র

ছবি: ফাইল ফটো

আমেরিকার ভিসাপ্রার্থীরা জাল তথ্য দাখিল বা তথ্য গোপন করলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হতে পারে। শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয়ে সতর্ক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলেও ভিসা প্রত্যাখ্যানে হতে পারে বলে হুঁশিয়ার করেছে দূতাবাস।

দূতাবাস জানায়- কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি, প্রতারণার নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় অবগত থাকে। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ভিসা প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান ও স্বচ্ছতা বজায় রাখা প্রার্থীদের দায়িত্ব। তথ্য গোপন করা বা ভুয়া নথি দাখিল করা গুরুতর অপরাধ, যা প্রার্থীর ভবিষ্যতের ভ্রমণ এবং অভিবাসন সম্ভাবনাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে পারে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো প্রতারক বা দালালের আশ্রয় না নিয়ে নিজের তথ্য সঠিকভাবে দাখিল করার মধ্য দিয়েই প্রার্থীরা সুরক্ষিত থাকতে পারেন।

গত ১০ জুলাই আরেক পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2