• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কাভার্ডভ্যান পিষে দিলো সিএনজি, সড়কে ঝড়লো ৫ প্রাণ

প্রকাশিত: ১৮:০৪, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কাভার্ডভ্যান পিষে দিলো সিএনজি, সড়কে ঝড়লো ৫ প্রাণ

গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাওনা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির কাভার্ডভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান যাত্রী জাহিদ ও তার শিশু সন্তান। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী ও আরও দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় তিন পুরুষ ও এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তারা বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক সুরুজ উজ জামান গণমাধ্যমকে জানান, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং দুর্ঘটনা তদন্তসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: