‘আগামী ২-৩ দিনের মধ্যে বাকী বিষয়গুলো নিষ্পত্তি করতে চায় ঐকমত্য কমিশন’

ছবি: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ জানিয়েছেন,গুরুত্বপূর্ণ ২০ টি বিষয়ের মধ্যে ১২ টি বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো।
সোমবার (২৮ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমীতে রাজনৈতিকদলগুলোর সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন।
এ সময় ড. আলী রিয়াজ জানান, আগামী ২-৩ দিনের মধ্যে বাকী বিষয়গুলো নিষ্পত্তি করতে চায় ঐকমত্য কমিশন। সকল রাজনৈতিক দল জুলাই সনদে সাক্ষর করবে এবং তা ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে এমনটাই চায় কমিশন।
সকল রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতের পথকে সুগম করবে এমন প্রত্যাশা করেন অধ্যাপক ড. আলী রিয়াজ।
এদিকে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা বয়কট করেছে বিএনপি। বিএনপিকে বাদ দিয়ে আলোচনা হলে ঐক্যে পৌছানো সম্ভব নয় বলে মনে করেন সিপিবির সাধারন সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বিভি/এআই
মন্তব্য করুন: