• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জামায়াতও সন্তুষ্ট নয় জুলাই সনদের খসড়া নিয়ে  

প্রকাশিত: ২১:২৪, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জামায়াতও সন্তুষ্ট নয় জুলাই সনদের খসড়া নিয়ে  

ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের করা জুলাই সনদের খসড়ার বিষয়ে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এটি অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। আজকে তারা বলছে, এটা একটা নমুনামাত্র, ভুল হয়েছে। যদি সেটাই হয়, তাহলে মন্তব্যের দরকার নেই। তবে যদি সেটাই মূল কথা হয়, তাহলে একে গ্রহণ করা যাবে না।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত একটি খসড়া সনদ তৈরি করছে এবং সেটি কমিশনে জমা দেবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের বৈঠকের বিরতিতে সংবাদ সম্মেলনে এসব এসব কথা বলেন তিনি।

যেকোনো একটি পদ্ধতিতে এই কাঠামোকে আইনগত বৈধতা দেওয়ার বিষয়েও কথা বলেন জামায়াতের এ নেতা। সেজন্য জুলাই সনদের আইনিভিত্তির জন্য অধ্যাদেশ অথবা গণভোট করার পক্ষে মত দেন।

আইনি কাঠামোর জন্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাব করেন, দুটি পথ— এক, অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংসদে তা অনুমোদন এবং দ্বিতীয়ত গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়া।

এদিকে, সংবাদ সম্মেলনে জামায়াতের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা ‘সঠিক কাজ’ মনে করছে না এনসিপি। আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না।

বিভি/এআই

মন্তব্য করুন: