• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশে বড় ধরনের সাইবার হামলার সতর্কতা!

প্রকাশিত: ১৪:০৭, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দেশে বড় ধরনের সাইবার হামলার সতর্কতা!

প্রতীকী ছবি

দেশের ব্যাংকিং, এনার্জি এবং আইটি ইনফ্রাস্ট্রাকচারে সাইবার হামলার বিষয় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক ও দেশের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক সতর্কবার্তায় জানায়, আসন্ন দিনগুলোতে সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার শিকার হতে পারে মর্মে বিভিন্ন উৎস থেকে জানা গেছে। ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে পূর্বপ্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য কিছু নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

অন্যদিকে, সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই গভ সার্ট বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে। 

প্রতিষ্ঠানটি তাদের সতর্কবার্তায় বলেছে, আসন্ন দিনগুলোতে দেশের আইটি ইনফ্রাস্ট্রাক্চার গুলোতে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনা রয়েছে। আইটি ইনফ্রাস্ট্রাক্চার ছাড়াও এনার্জি খাত এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঝুঁকিতে রয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: