প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণে উচ্চ পর্যায়ের পর্যালোচনা

ছবি: বাসস
স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ জুলাই) সকাল এগারোটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়। এলডিসি থেকে উত্তরণের ফলে কর্মসংস্থান ও প্রাইভেট সেক্টরের ওপর কী ধরনের চাপ আসতে পারে, কোন কোন জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এমন স্টেকহোল্ডারদের ঝুঁকি নিরসনে দেশীয়, আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ সমাজের সর্বস্তরের মানুষের সাথে আলোচনার বিষয়টি পর্যালোচনা করে কমিটি। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও ইকোনমিক হাব হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: