• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল

প্রকাশিত: ১৬:৪৪, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৪৫, ২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল

আন্তর্জাতিক ব্যন্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে ৪.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। শুক্রবার (১ আগস্ট) এই নতুন রেকর্ড অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

জুলাই মাসে দেশে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর সেখানে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করেছিল বিএসসিপিএলসি। এর পরপরই আগস্টের শুরুতে ৪ টেরাবাইটের এই নতুন মাইলফলক ছোঁয়া সম্ভব হয়েছে।

এর আগে, চলতি বছরের ২৮ এপ্রিল বিএসসিপিএলসি ৩ টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলক অতিক্রম করে। মাত্র তিন মাসের ব্যবধানে অতিরিক্ত ১ টেরাবাইট সরবরাহ বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর বিপরীতে, পূর্ববর্তী আট মাসে ব্যান্ডউইডথ বৃদ্ধি ছিল মাত্র ১.১০ টেরাবাইট। এর আগে আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের ৬৫% শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল।

সরকারি তথ্যমতে, বর্তমান সরকারের মেয়াদে বিএসসিপিএলসির ব্যান্ডউইডথ সরবরাহ বেড়েছে ২.২ টেরাবাইটেরও বেশি, যেখানে কেবল গত এক বছরেই প্রবৃদ্ধির হার ১২০ শতাংশ ছাড়িয়ে গেছে।

বিগত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পলিসি সাপোর্ট এবং নির্দেশনা, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং দুই দফা মূল্য ছাড়ের প্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যন্ডউইডথে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এর শেয়ার ক্রমান্বয়ে বৃদ্ধির প্রেক্ষিতে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

উল্লেখযোগ্যভাবে, বিটিআরসি সম্প্রতি আইআইজি অপারেটরদের জন্য একটি নতুন নির্দেশনা জারি করেছে—যেখানে বলা হয়েছে, তাদের মোট ব্যবহৃত ব্যান্ডউইডথের অন্তত ৫০ শতাংশ সাবমেরিন ক্যাবল থেকে নিতে হবে। এ সিদ্ধান্ত দেশের ইন্টারনেট ব্যবস্থাকে একতরফা ভারত নির্ভরতা থেকে বের করে নিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে, যারা ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার করছে, তাদের জন্য অতিরিক্ত মূল্যছাড় দিয়েছে বিএসসিপিএলসি। পাশাপাশি হাইপার স্কেলার, ডেটা সেন্টার এবং ক্লাউড সার্ভিস প্রদানকারীদের জন্য চালু করা হয়েছে নতুন বিশেষ ইন্টারনেট প্যাকেজ।

সরকার বর্তমানে SEA-ME-WE 4 ও 5 এর পাশাপাশি নতুন SEA-ME-WE 6 সাবমেরিন ক্যাবল প্রকল্পেও যুক্ত হয়েছে। সম্প্রতি একনেক সভায় সংশোধিত রুটের মাধ্যমে SEA-ME-WE 6-এ যুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে যুক্ত হবে আরও ১৭ টেরাবাইট ব্যান্ডউইডথ, যা দেশের রিয়েল টাইম ইন্টারনেট সক্ষমতাকে বহুগুণে বাড়াবে।

বিভি/ এসআই

মন্তব্য করুন: